কাতারে কাজ করবেন ১১২৯ সেনাসদস্য

নিজস্ব প্রতিবেদক:

কুয়েতের পর এবার কাতারে কাজ করবেন বাংলাদেশের ১ হাজার ১২৯ জন সেনা সদস্য। এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৭ ফেব্রুয়ারি) তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাবের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে এরকম একটি চুক্তি রয়েছে এবং তার আওতায় ৫ হাজারের বেশি আমাদের সেনাবাহিনীর সদস্য সেখানে কাজ করেন। অনুরূপভাবে কাতারের সঙ্গেও আজকে একটি চুক্তি স্বাক্ষর অনুমোদন দেওয়া হয়েছে। যার আওতায় ১ হাজার ১২৯ জন আর্মড ফোর্সের সদস্য ওখানে লিওনে বা ডেপুটেশনে কাজ করবেন।

তিনি আরও বলেন, এই চুক্তির মেয়াদ হবে সাধারণত পাঁচ বছর। তবে এটি অটোমেটিক্যালি রিনিউ হবে।

পূর্ববর্তী নিবন্ধজাস্টিন ট্রুডোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ পররাষ্ট্রমন্ত্রীর
পরবর্তী নিবন্ধবিয়ে করলে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কম!