স্পোর্টস ডেস্ক : সীমিত ওভারের দলে অধিনায়ক ছিলেন টেম্বা বাভুমা। যদিও টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা ছিল ভীষণ। গত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই গ্রুপপর্ব থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা।
অবশেষে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেন বাভুমা। তার বদলে পেলেন টেস্টের অধিনায়কত্ব। ডিন এলগারের স্থলাভিষিক্ত হলেন তিনি। আর ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন বাভুমা।
২০২১ সালের মাঝামাঝিতে টেস্ট অধিনায়ক করা হয় এলগারকে। তার অধীনে প্রথম চারটি সিরিজেই জয় পায় দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ছিল ভারতের বিপক্ষে সিরিজও। তবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারতে হয় প্রোটিয়াদের।
টেস্ট অধিনায়ক হিসেবে বাভুমার প্রথম অ্যাসাইনমেন্ট হবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজটি।
বাভুমাকে অধিনায়ক করে টেস্ট দলেও বেশ কিছু পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। বাদ পড়েছেন ভ্যান ডার ডাসেন। ওপেনার সারেল এরউইকে টেস্ট দল থেকে ছেঁটে ফেলা হয়েছে। প্রথম ১০ টেস্টে একটি সেঞ্চুরি পেলেও মাত্র ২৬.৬১ গড় ছিল তার। এরউই বাদ পড়ায় ফের দরজা খুলেছে এইডেন মার্করামের।
এদিকে থিউনিস ডি ব্রুইনকেও জানিয়ে দেওয়া হয়েছে, তাকে নিয়ে আর ভাবছেন না নির্বাচকরা। যার ফলশ্রুতিতে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে নতুন মুখ টনি ডি জর্জি। ঘরোয়া চারদিনের ডিভিশন ওয়ান সিরিজে ৩০৪ রানের অপরাজিত এক ইনিংস খেলে নজর কেড়েছেন এই ব্যাটার।
টেস্ট স্কোয়াড : টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, টনি ডি জর্জি, ডিন এলগার, সিমন হারমার, মার্কো জানসেন, হেনরিক ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মাল্ডার, সেনুরান মুথুস্যামি, অ্যানরিচ নরকিয়া, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন।