‘আমি এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না’

স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্ট শুরুর আগে যে দলটাকে কেউ গোনায় ধরতো না, সেই দল সিলেট স্ট্রাইকার্স বিপিএলের রানার্সআপ

দল যেমনই হোক মাঠে ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করে সিলেট প্রথমবার উঠেছিল বিপিএল ফাইনালে। যার নেপথ্যের নায়ক ছিলেন বিপিএলের চারবারের চ্যাম্পিয়ন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সিলেট রয়্যালস, সিলেট সুপার স্টার্স, সিলেট সিক্সার্স, সিলেট সানরাইজার্স হয়ে সিলেট স্ট্রাইকার্স। বিপিএলে সিলেটের কতো নাম! কতো পরিবর্তন! কতো হাতবদল!
এবার মাশরাফির হাত ধরে সিলেট পেল নিজেদের সর্বোচ্চ সাফল্য, রানার্সআপ। ফাইনালেও একটা ওভার এদিক-সেদিক হলে মাশরাফির হাতে উঠত শিরোপা। সিলেট পেয়ে যেত ফাইনালের মুকুট। হয়নি, তাতে হৃদয় ভাঙলেও আশাহত নন মাশরাফি।

সিলেটের অধিনায়ক ম্যাচ শেষে জানিয়েছেন, টুর্নামেন্টে যে সাফল্য সিলেট পেয়েছে তাতে তারা গর্বিত। ‘আগের দিনও বলেছি, আমাদের একটা নির্দিষ্ট বাজেটের দল। এর বাইরে আমাদের যাওয়ার সুযোগ ছিল না আসলে। আমাদের যারা মালিক ছিলেন তাদের। তারপরও সেরাটা উনারা চেষ্টা করেছেন। যেটা হয়েছে, আমি এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না। ছেলেরা যে চেষ্টা করেছে তারচেয়ে বেশি আশা করা যায় না। শেষ দিন যারা অনফিল্ডে ভালো খেলবে তারা জিতবে। তবে আমরা ভালো খেলিনি এটা বলা ঠিক হবে না। ছেলেরা ভালো খেলেছে। কিন্তু কিছু জায়গায় ম্যাচটা আমাদের হাত থেকে চলে গেছে। ৪ ওভারে ৫২ রান…ওখানে একটা ওভার ভালো হলে পুরো চাপ ওদের উপর চলে আসত। হয়নি আসলে…।’

স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্সে সিলেট শুরু থেকে শেষ পর্যন্ত ছিল দূর্বার। টুর্নামেন্টের টপ স্কোরার ৫১৬ রান করা নাজমুল হোসেন শান্ত নিজেকে চিনিয়েছেন নতুন করে। তৌহিদ হৃদয় ৪০৩ রান করে লাইমলাইটে এসেছেন। মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ৩৫৭ রান। বোলিংয়ে মাশরাফি যেভাবে শুরু করেছিলেন ইনজুরির কারণে শেষ করতে পারেননি। ১৪ উইকেট নিয়ে রুবেল হোসনে তাদের সেরা বোলার। আমিরও দেশে ফেরার আগে নিয়ে গেছেন ১৪ উইকেট। এছাড়া রাজা ১৩ এবং ইমাদ ও মাশরাফি ১২টি করে উইকেট পেয়েছেন।

স্থানীয় ক্রিকেটাররা নিজেরা দায়িত্ব নিয়ে ভালো করায় বেশ খুশি সিলেটের অধিনায়ক, ‘আমাদের খেলোয়াড় যারা ছিলেন…ম্যাক্সিমাম স্থানীয় ক্রিকেটারদের দিয়ে শুরু থেকে খেলিয়েছি। তারা পারফর্মও করেছে। পুরো অথরিটি নিয়ে খেলতে পেরেছে। খুব গুরুত্বপূর্ণ যে তারা দায়িত্ব নিয়ে খেলতে পেরেছে যেটা তাদের ভবিষ্যতে কাজে লাগবে এ ধরণের টুর্নামেন্ট থেকে।’

আট মাস পর মাঠে ফিরে মাশরাফি নিজের কারিশমা দেখিয়েছেন ঠিকই। সামনের বছর কী হবে তা জানা নেই কারো। তবে মাঠে থাকার ইচ্ছা আছে নড়াইল এক্সপ্রেসের, ‘সামনের বছর তো অনেক দূরে। দেখা যাক আল্লাহ কি করেন। যদি সুস্থ থাকি, বেঁচে থাকি তাহলে দেখা যাবে। ইচ্ছা তো আছেই। এখন দেখা যাক।’

এর আগে মাশরাফি চারবার বিপিএল ফাইনালে উঠে চারবারই শিরোপা জিতেছেন। পঞ্চম ফাইনালে উঠে ছেদ পড়ল সেই রেকর্ডে। শিরোপা হারানো কষ্ট লুকিয়ে বলেছেন,‘একদিন না একদিন তো দরকার ছিল। হয়েছে আজকে। ভালোই হয়েছে। সবকিছুরই তো শেষ আছে।’

 

পূর্ববর্তী নিবন্ধটানা তিন ম্যাচ হারের পরও আমাদের বিশ্বাস ছিল: ইমরুল
পরবর্তী নিবন্ধনিজের বিয়ের খবর জানালেন স্বরা