তাপমাত্রা কমে শীত আরও বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক:

একদিনের ব্যবধানে তাপমাত্রা কমে শীত বেড়েছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে শীত আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

গতকালের তুলনায় প্রায় সারাদেশের তাপমাত্রা কমেছে। তবে চট্টগ্রামের কোনো কোনো স্থানে তাপমাত্রা কিছুটা বেড়েছে।

রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশের রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী দু-দিন পর তাপমাত্রা বাড়তে পারে।

পূর্ববর্তী নিবন্ধসুনীল অর্থনীতির জন্য কোস্টগার্ডকে আধুনিক করা হচ্ছে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধ২ ম্যাচ পরেই বিপিএলের টিকিটমূল্য অর্ধেক কমলো