নিউজ ডেস্ক : সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের ১১ বছর আজ। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের ভাড়া বাসার শয়নকক্ষে নৃশংসভাবে খুন হন তারা।
এগারো বছর পেরিয়ে গেলেও অগ্রগতি হয়নি সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যা মামলার তদন্ত। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৯৫ বার পিছিয়েছে। বারবার সময়ের আবেদন না করে তদন্তকাজে ব্যর্থতার বিষয়টি আদালতকে জানাতে তদন্তকারী সংস্থা র্যাবকে অনুরোধ করেছেন সাংবাদিক নেতারা।
এ হত্যাকাণ্ডের পর শেরেবাংলা নগর থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে যে হত্যা মামলাটি করা হয় প্রথমে তার তদন্তের দায়িত্ব পায় ডিবি এবং পরে দায়িত্ব নেয় র্যাব। বিদেশী তদন্ত সংস্থার ল্যাবে আলামত পরীক্ষা-নিরীক্ষা করেও গত সাড়ে ৯ বছরে র্যাবের তদন্তের অগ্রগতি হয়নি।
মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হলেও তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করতে পারেনি তদন্তকারীরা। তাদের মধ্যে ৬ জন কারাগারে ও দু’জন জমিনে মুক্ত।
সাগর-রুনী হত্যার ১১ বছর পরেও তদন্তে অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেও ক্ষোভের কথা জানিয়েছেন তারা।
সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর ইন্দিরা রোডে আজ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘সাগর-রুনী ক্রাইম সিন ডু নট ক্রস’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন জায়গায় সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচি রয়েছে।