পাকিস্তানের পারভেজ মোশাররফ আর নেই

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল (অব.) পারভেজ মোশাররফ আর নেই। রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিরল রোগ অ্যামাইলয়েডোসিসের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর রোববার মারা গেছেন। ৭৯ বছর বয়সে তিনি মারা যান।

পারভেজ মোশাররফের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতিতে তার মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছে পরিবার।

জানা গেছে, বিরল রোগ অ্যামিলোইডোসিসে আক্রান্ত ছিলেন মোশাররফ। এই রোগের রোগীদের দেহে অ্যামিলোইড নামের এক প্রকার প্রোটিন অস্বাভাবিক মাত্রায় তৈরি হতে থাকে।

সীমিত মাত্রার অ্যামিলোইড মানবদেহের জন্য তেমন ক্ষতিকারক নয়, তবে মানবদেহে অস্বাভাবিকভাবে এ প্রোটিন বাড়তে থাকলে দেহের অভ্যন্তরীণ বিভিন্ন প্রত্যঙ্গের কোষ ও টিস্যুতে মরিচার মতো এটি জমতে থাকে এবং তার ফলে একসময় কার্যকারিতা হারাতে থাকে এসব প্রত্যঙ্গ।

বিস্তারিত আসছে

পূর্ববর্তী নিবন্ধরাজস্ব ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিনিয়োগ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী