গাজীপুরে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি:

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল আহাদ ওরফে লিমন ওরফে ভিপি লিমনকে (৩৪) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। দীর্ঘ ৭ বছর পলাতক ছিলেন তিনি।

বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক জানান, লিমন ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার হন। পরবর্তীতে লালমনিরহাট সদর থানায় দায়ের করা একটি মামলায় ২ বছর জেলে থেকে জামিনে বের হন তিনি।

এরপর থেকেই আত্মগোপনে থেকে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। এদিকে, মামলার বিচার কার্যক্রম শেষ করে তাকে যাবজ্জীবন করাদণ্ড প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে লিমনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার এড়াতে লিমন রাজমিস্ত্রি এবং অটোরিকশা চালাতেন। এর আড়ালে মাদক পরিবহন এবং খুচরা ব্যবসায়ীদের কাছে মাদক বিক্রি করতেন তিনি। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৩টি মাদক মামলা রয়েছে বলেও জানা গেছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আহাদকে গাইবান্ধা পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধবাজারে শীতের সবজির সরবরাহ কমেছে
পরবর্তী নিবন্ধ২০২২ সালে ৪৪৬ শিক্ষার্থীর আত্মহত্যা, বেশি ঢাকায়