মেহের মামুন (মুকসুদপুর) গোপালগঞ্জ সংবাদদাতা:
গোপালগঞ্জের মুকসুদপুরে ১৫০ গ্রাম গাজাঁসহ মাদক ব্যবসায়ি সুমন ঘরামী (২৬) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১১ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়ারচর গ্রামের কারিতাসের সামনে থেকে মুকসুদপুর থানার এস আই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি সুমন ঘরামী মুকসুদপুর উপজেলার শৈলখোলা গ্রামের দিনবন্ধু ঘরামীর ছেলে।
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়ারচর গ্রামের কারিতাসের সামনে থেকে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে মাদক আইনে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও একইদিনে সিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী আজাদ কাজী এবং ৪টি জি আর মামলার গ্রেফতারি পরোয়ানা মূলে ৩জন আসামীকে গ্রেফতার করে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।