বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইসলামী ব্যাংকের কৃষি পুনঃঅর্থায়ন চুক্তি

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খানের উপস্থিতিতে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের এগ্রিকালচার ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান ড. মোঃ রুহুল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২২
পরবর্তী নিবন্ধএপ্রিলে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী