স্পোর্টস ডেস্ক : মার্কাস র্যাশফোর্ড আর গোল যেন একই সুতোয় বাঁধা। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে এবার জোড়া গোল করলেন ইংলিশ ফরোয়ার্ড। মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে ৩-০ গোলে চার্লটন অ্যাথলেটিককে হারিয়ে লিগ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার ক্লাব।
২১ মিনিটে অ্যান্টনির বাঁকানো শটে লিগ ওয়ান প্রতিপক্ষের জাল কাঁপে। তারপর শেষ সময় পর্যন্ত দৃঢ় রক্ষণে ম্যানইউকে আটকে রাখে চার্লটন। কিন্তু ফর্মে থাকা র্যাশফোর্ড বদলি নেমে অন্তিম মুহূর্তে দুটি গোল করেন।
সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে র্যাশফোর্ড ১৫ গোলের দেখা পেলেন। এনিয়ে ম্যানইউর টানা আট ম্যাচে গোল করলেন তিনি।
এফএ কাপে শুক্রবার এভারটনকে ৩-১ গোলে হারানোর দল থেকে আটটি পরিবর্তন আনেন। শনিবার ম্যানসিটি ডার্বি সামনে রেখে বড় পরিবর্তন করেন এরিক টেন হ্যাগ।
তবে ৬০ মিনিটে বদলি নামা র্যাশফোর্ড ৯০ ও ৯২ মিনিটে গোল করে ম্যাচের বড় পার্থক্য গড়ে দেন। বিশ্বকাপ থেকে ফিরে এনিয়ে ছয় ম্যাচে সাত গোল হলো তার। র্যাশফোর্ডকে নিয়ে টেন হ্যাগ বললেন, ‘আমি আপনাদের অনেকবার বলেছি, যখন সে নিজেকে বক্সের মধ্যে ওয়ান টু ওয়ানে থাকে, তখন সে গোল করবেই। এই মুহূর্তে এটাই সে করছে। সে যদি মনোযোগ ধরে রাখতে পারে এবং যা করছে সেটা করতে থাকে, তাহলে আরও বেশি গোল করবে।’