দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি:

ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ পশ্চিমঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় যাত্রী ও যানবাহন নি‌য়ে মাঝনদী‌তে আটকা প‌ড়ে‌ছে চার ফে‌রি।

অন্যদি‌কে, ফে‌রি চলাচল বন্ধ থাকায় বেশকিছু যানবাহন নদী পা‌রের অ‌পেক্ষায় দৌলত‌দিয়া প্রা‌ন্তে আটকা প‌ড়ে‌ছে। ফ‌লে তীব্র শী‌তে চরম ভোগা‌ন্তিতে প‌ড়ে‌ছেন যানবাহ‌নের চালক ও যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার ঘনত্ব বে‌ড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়া‌তে রাত সা‌ড়ে ১০টা থে‌কে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফে‌রি চলাচল বন্ধ রাখা হ‌য়ে‌ছে। কুয়াশার ঘনত্ব কে‌টে গে‌লে পুনরায় ফে‌রি চলাচল শুরু হ‌বে। বর্তমা‌নে এ রু‌টে ছোট-বড় ১১টি ফে‌রি চলাচল কর‌ছে।

 

পূর্ববর্তী নিবন্ধবিএনপি শেষ পর্যন্ত ভোটে আসবে: ওবায়দুল কাদের
পরবর্তী নিবন্ধউখিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রোহিঙ্গা মাঝি নিহত