বিপিএলে সর্বনিম্ন টিকিট ২০০ টাকা

স্পোর্টস ডেস্ক : আগামী শুক্রবার পর্দা উঠছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ প্রতিযোগিতা বিপিএল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। ৬ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকায় হবে প্রথম পর্ব। এই সময়ে হতে যাওয়া আট ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হবে ৪ জানুয়ারি বুধবার থেকে।

ঢাকা পর্বে সর্বনিম্ন ২০০ টাকা ধরা হয়েছে টিকিটের দাম। এই মূল্যে ইস্টার্ন স্ট্যান্ডে বসে দেখা যাবে খেলা। সর্বোচ্চ ১৫০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৫০০ টাকা। এক হাজার টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য।

ম্যাচের দিন ও আগের দিন টিকিট সংগ্রহ করতে হবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে। টিকিট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

পূর্ববর্তী নিবন্ধসালমান খানকে দেখতে ১১০০ কিলোমিটার সাইকেলে পাড়ি দিলেন ভক্ত
পরবর্তী নিবন্ধএকসঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরলেন কিয়ারা-সিদ্ধার্থ