
মেহের মামুন, সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ: গোপলগঞ্জের মুকসুদপুর বাঁওড়ে নিজস্ব মালিকানাধীন জমিতে অবৈধভাবে খাল খনন বন্ধের দাবিতে মাববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার ( ৩১ ডিসেম্বর ) সকাল ৮ থেকে ৯টা পর্যন্ত ঘন্টাব্যাপী প্রায় পাঁচ শতাধিক জমির মালিক ও কৃষক হাতে হাত রেখে উপজেলার পশ্চিম কদমপুর ভাঙ্গাপোল বাজার মুকসুদপুর বাঁওড় সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই মানববন্ধন করেন। মাববন্ধন কর্মসূচির আয়োজন করে প্রভাকরদী, কদমপুর, পুরাতন মুকসুদপুর, ঢাকপাড়, ভাকুড়ী, কাওয়ালদিয়া, পশারগাতী, ও কুলাকোনা গ্রামের সর্বস্তরের জনগন। মাববন্ধন পরিচালনা করেন মুকসুদপুর পৌরসভার প্যানেল মেয়র নিয়ামত খান। অনুষ্ঠিত মাববন্ধনে বক্তব্য রাখেন কৃষক বাচ্চু শেখ, নিজাম ফকির, বাদল শেখ, দেলোয়ার মোল্লা, নিছার খন্দকার প্রমুখ। এসময় বক্তারা বলেন, মুকসুদপুরের কিছু ভূমিদস্যু নিজেদের স্বার্থের জন্য অবৈধভাবে কয়েক হাজার পরিবারের নিজস্ব মালিকানাধীন জমির বাওড়ে খাল খননের নামে জমি অবৈধভাবে দখলসহ সরকারি অর্থ আত্মসাৎ করার চেষ্টা করছে। দ্রুত খাল খনন বন্ধের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন করছি। মুকসুদপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নিয়ামত খান বলেন, এই বাঁওড়ের জমিতে ধান ফলিয়ে কয়েক হাজার পরিবারের জীবন চলে এবং প্রায় এক হাজার মানুষ বাওড় থেকে বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে। এই বাওড়ের জমির মালিক স্থানীয় জনগন। জনগন খাল খননের পক্ষে নেই। সুতরাং আমরা এই খাল খনন বন্ধের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক এমপি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন করছি।