মেট্রোরেল নিয়ে মমতাজের গান

বিনোদন ডেস্ক : বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন হয়েছে। উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে ফলক উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলের উদ্বোধন করেন।

বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল নিয়ে একটি গান গেয়েছেন গায়িকা ও সংসদ সদস্য মমতাজ বেগম। মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরেই গানটি করা হয়েছে।

‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় স্বপ্নের মেট্রোরেলের শুভযাত্রা/ শেখ হাসিনার সফলতায় বাংলাদেশে আজ অনন্য উচ্চতা’- এমন কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাশ।

গানটি নিয়ে মমতাজ বলেন, ‘বাংলাদেশের বুকে মেট্রোরেল চলবে- এটি ভেবে আনন্দ লাগছে। নতুন এক অধ্যায়ে আমরা পা রাখছি। মেট্রোরেল নিয়ে থিম সং গাওয়ার মাধ্যমে ইতিহাসের অংশ হতে যাচ্ছি। গানে গানে মেট্রোরেল ও উন্নয়নের জয়গান গেয়েছি। আমার বিশ্বাস, শ্রোতারা উপভোগ করবেন।’

গানটি নির্মিত হয়েছে এটুআই এর হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার কারিগরি সহযোগিতায়।

 

 

পূর্ববর্তী নিবন্ধসংসদ সদস্য পদে প্রার্থী হবেন মাহিয়া মাহি!
পরবর্তী নিবন্ধইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু