২ উইকেটে ৮২ রান নিয়ে লাঞ্চে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

মিরপুরে সিরিজের শেষ টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম সেশনটা বাংলাদেশ শেষ করেছে ভালো-মন্দের মিশেলে। ভালো শুরুর পর দুই ওপেনারকে হারিয়ে ৮২ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছে বাংলাদেশ দল। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন সাকিব আল হাসান এবং মুমিনুল হক।

এর আগে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান। তবে দলীয় ৩৯ রানে ফিরে যান ১৫ রান করা জাকির। ভারতীয় পেসার জয়দেব উনাদকাটের বলে শটে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। ঠিক পরের ওভারেই আম্পায়ার্স কলে বিদায় নিতে হয় শান্তকেও।

রবিচন্দ্রন অশ্বিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ২৪ রান করে বিদায় নেন শান্ত। ৪ বলের এদিক ওদিকে বাংলাদেশ খুইয়ে বসে ২ উইকেট।

এরপর অবশ্য মুমিনুলকে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক সাকিব। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে এই জুটি সংগ্রহ করেছে ৪৩ রান। সাকিব ১৬ এবং মুমিনুল অপরাজিত রয়েছেন ২৩ রানে।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেন কখনও একা হবে না, আমরা সঙ্গে আছি: বাইডেন
পরবর্তী নিবন্ধ২০ দল ভেঙে ১২ দলের নতুন জোট