বিনোদন ডেস্ক : সংসার জীবনে সুখী হতে সবার কাছে দোয়া চেয়েছেন ব্যাচেলর পয়েন্ট নাটকের ‘কাবিলা’খ্যাত জিয়াউল হক পলাশ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকালে ঠাকুরগাঁও পৌরশহরের মেগা শোরুম ১৬ আনার উদ্বোধনকালে সাংবাদিকদের মাধ্যমে দেশেবাসীর কাছে দোয়া চান এ সময়ের জনপ্রিয় অভিনেতা পলাশ।
প্রথমবার ঠাকুরগাঁওয়ে আসা পলাশ জানান, ঠাকুরগাঁওয়ের মানুষ অনেক সুন্দর করে আমাকে গ্রহণ করেছেন। এটি আসলে আমার জন্য অনেক বেশি গর্বের। ঠাকুরগাঁওয়ে আসতে পেরে বেশ ভালো লাগছে।
বিয়ে নিয়ে প্রশ্নের জবাবে পলাশ বলেন, বিয়ে হয়েছে খুব বেশিদিন হয়নি। বিয়ের অনুভূতিটা সত্যি অসাধারণ।
বিয়ের পর বিবাহিতদের নিয়ে কোনো বিবাহিত পয়েন্ট আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ব্যক্তিগত জীবন আর পেশাগত জীবন একেবারে আলাদা। দেখা যাক পরবর্তীতে কি করা যায়। সকলে পাশে থাকলেই সম্ভব।
মেগা শোরুম ১৬ আনার স্বত্বাধিকারী লিফাত বলেন, আমরাই প্রথম শহরে মেগা শোরুমের যাত্রা শুরু করলাম। আজকে পলাশ ভাই এসে আমাদের ধন্য করেছেন। আমাদের সব শোরুমের উদ্বোধনে তিনি থাকবেন আশা রাখছি। আর সকলকে ১৬ আনায় আসার দাওয়াত রইলো।