নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিভাগীয় গণসমাবেশ শেষে নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যেতে বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান।
তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে এখানে সমাবেশ করেছি। শান্তিপূর্ণভাবেই এ সরকারের পতন ঘটাবো। নেতাকর্মীদের বলবো, সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়ি ফিরে যাবেন। এটা আমাদের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমি বলছি।’
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর সায়েদাবাদের গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশে সভাপতির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, ‘আজ আমরা এখান থেকে খবর পেলাম, এ গণসমাবেশ মহাসমাবেশে রূপ নিয়েছে। চারদিকে মানুষ আর মানুষ। এ সমাবেশ প্রমাণ করে শেখ হাসিনার এক মুহূর্তও ক্ষমতায় থাকার অধিকার নেই।’
প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন দাবি করে বিএনপির এ নেতা বলেন, ‘এ কারণে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। একজন কর্মী নিহত হয়েছেন। ঢাকায় পাঁচ থেকে ছয় হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে মিলিয়ে ১২ হাজার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আজ শেখ হাসিনা ভয় পেয়েছেন। কারণ জোর করে ভোট চুরি করে তিনি ক্ষমতায় আছেন।’