নিজস্ব প্রতিবেদক:
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শনিবার (৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘এইমাত্র সাভারের আমিনবাজার থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে গেছে বলে খবর পেলাম। এভাবে গ্রেফতার করে সরকার পতন ঠেকানো যাবে না। আন্দোলন-সংগ্রাম করেই টুকুসহ সব রাজবন্দিকে মুক্ত করা হবে।’
জানতে চাইলে গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার বলেন, ‘যুবদল সভাপতি টুকুকে আটক করেনি আমাদের টিম।’