মুকসুদপুরে ৮০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ, সংবাদদাতা : গোপালগঞ্জের মুকসুদপুরে ৮০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বজলু গাজী (৫৬) কে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পবিার (১৭ নভেম্বর ) ভোর রাতে উপজেলার মোচনা ইউনিয়নের আইকদিয়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার এস আই মো: শামীম উদ্দিন, এ এস আই বেল্লাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন।

আটককৃত মাদক ব্যবসায়ী বজলু গাজী আইকদিয়া গ্রামের ছামাদ গাজীর ছেলে। মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, মাদক ব্যবসায়ী বজলু গাজী দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে তাকে ৮০ পিচ ইয়াবাসহ আটক করে মাদক আইনে মামলা রুজু করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে মাদক বিক্রির অভিযোগে গ্রেফতার ৩২
পরবর্তী নিবন্ধরাতে মুখোমুখি মোনার্ক মার্ট পদ্মা ও একমি, মোনার্ক পদ্মার ম্যানেজমেন্ট সেরা কোচ: টিটু