ইতালির রোমে জনতা এক্সচেঞ্জ কোম্পানীর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক:

জনতা ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল, ইতালির রোমে এক গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার, ১০ নভেম্বর রোমের স্থানীয় হোটেলে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ন্যাশনাল এক্সচেঞ্জ এর কান্ট্রি ম্যানেজার ইকবাল আহমেদ এবং বাংলাদেশ দূতাবাস রোমের ফাস্ট সেক্রেটারি আশফাক আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জনতা এক্স্রচেঞ্জ কোম্পানীর এমডি (চলতি দায়িত্বে) কাজী মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রবাসী ব্যবসায়ী, কমিউনিটি নেতা ও রেমিটারবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. এস. এম. মাহফুজুর রহমান বলেন, গ্রাহক ও রেমিটারদের সুবিধা বিবেচনা করে ইতালিতে এজেন্ট নিয়োগের মাধ্যমে গ্রাহকের দোড়গোরায় ব্যাংকিং সেবা নিয়ে যাবে জনতা এক্সচেঞ্জ।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আইএসও সনদ অর্জন
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনা দলে যোগ দিলেন লিওনেল মেসি