নিউজ ডেস্ক:
গত সোমবার (২৪ অক্টোবর) ঘূর্ণিঝড় সিত্রাং উপকূলে আঘাত হানার পর দেশের বিভিন্ন অঞ্চলের মতো ঢাকায়ও কুয়াশার চাদর দেখা যাচ্ছে। বিশেষ করে ভোরে কুয়াশার দাপট বেশ চোখে পড়ছে। তবে শনিবার (২৯ অক্টোবর) সকালে এ ‘দাপটটা’ গত কয়েকদিনের তুলনায় খানিক বেশিই মনে হলো!
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, শনিবার সূর্যোদয় হবে সকাল ৬টা ৩ মিনিটে, আর সূর্য অস্ত যাবে সন্ধ্যা ২১ মিনিটে।
তবে এদিন সকাল সোয়া ৬টার পরও রাজধানীর কোনো কোনো এলাকায় সূর্যের দেখা মেলেনি। বরং রাজধানীর সুউচ্চ ভবনগুলো জড়িয়ে ছিলো কুয়াশার চাদরে। কুয়াশার চাদরের সে ছবি কেউ কেউ সামাজিক মাধ্যমে পোস্টও করেছেন। কেউ কেউ বিষয়টিকে শীতের পদধ্বনি বলে মনে করছেন।
এদিকে পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। ভোর সাড়ে ৪টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়। যা সাড়ে ৩ ঘণ্টা পর সচল হয়।