মুকসুদপুর, গোপালগঞ্জ, প্রতিনিধি, : গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মুকসুদপুর উপজেলা আনসার ও ভিডিপির আয়োজনে উপজেলার বোয়ালিয়া নিজামুদ্দীন উচ্চ বিদ্যালয়ে ১০ দিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনর্থাীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। ৬৪ জন নারী ও পুরুষ ভিডিপি প্রশিক্ষণে অংশ নেন।
সনপত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। মুকসুদপুরে গ্রাম ভিত্তিক অস্্রবিহিন ভিডিপি মৌলিক প্রশিক্ষন ২০২২ এর সমাপনি ও সার্টিফিকেট বিতরন ।
, বুপস্থিত থাকেন মুকসুদপুর মুকসুদপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ১৬ই অক্টোবর বোয়ালিয়া নিজামউদ্দিন উচ্চবিদ্যালয়ে ১০দিনের মৌলিক প্রশিক্ষন শুরু হয়।
প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ। এসময় মোট ৬৪জন পুরুষ ও মহিলা নিয়ে প্রশিক্ষন শুরু হয়। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।