গাছের ডাল কাটা নিয়ে দ্বন্দ্ব, প্রতিবেশীর হামলায় ভাইবোন নিহত

জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামে আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ভাইবোন নিহত হয়েছেন। বুধবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুর গ্রামের মো. আবুল কালাম আজাদ (৭২) ও তার বড় বোন সকিনা বেগম (৭৫)। এসময় নিহত আবুল কালাম আজাদের ছেলে আনিছুর রহমানসহ দুইজন আহত হন। আহতরা কুড়িগ্রাম সদর হাসপাতাল চিকিৎসাধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিহত আবুল কালাম আজাদের বাড়ির পাশে প্রতিবেশী মো. দুলাল মিয়ার আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জেরে ক্ষিপ্ত হয়ে রাত ৮টার দিকে দুলাল মিয়া ও তার স্বজনরা লাঠিসোটা নিয়ে আবুল কালামের বাড়িতে হামলা চালান। এতে আবুল কালাম আজাদ ও তার বড় বোন ছকিনা বেগম গুরুতর আহত হন। পরে তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ দুটি হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধমিরসরাইয়ে ড্রেজারডুবিতে ৮ শ্রমিকেরই মরদেহ উদ্ধার