বিনোদন ডেস্ক : শুক্রবার(১৪ অক্টোবর) সারা দেশের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মুনমুন অভিনীত ‘রাগী’ সিনেমা।
মুক্তির প্রথম দিনেই ‘রাগী’ সিনেমার নির্মাতা ও কলাকুশলীরা রাজধানীর বেশ কিছু প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সাথে সিনেমা উপভোগ করেন। বিকাল ৩টায় রাজধানীর মৌমিতা সিনেমা হলে সাংবাদিকদের মুখোমুখি হয় টিম-রাগী। এ সময় সিনেমাটির পোস্টার নকলের বিষয়ে প্রশ্ন করা হলে পরিচালক মিজানুর রহমান মিজান বলেন—‘পোস্টার বিতর্ক সিনেমা প্রচারের একটি অংশ।’
পুরো সিনেমা না দেখে মন্তব্য না করার অনুরোধ জানিয়ে এ পরিচালক বলেন, ‘পুরো সিনেমা না দেখে কেউ কোনো মন্তব্য করুক সেটা কাম্য নয়। আপনারা প্রথমে পুরো সিনেমাটি দেখুন তারপর মন্তব্য করুন, এটি কপি নাকি আমাদের সিনেমা।’
দর্শক প্রতিক্রিয়া প্রত্যাশা করে মিজান বলেন, ‘আপনাদের জন্যই সিনেমাটি তৈরি করেছি। আপনারা দেখে মন্তব্য জানাবেন। আপনারা বলবেন আমি কতটুকু গল্পটাকে পর্দা ফুটিয়ে তুলতে পেরেছি।’
সিনেমাটিতে নায়ক হিসেবে অভিনয় করেছেন আবির চৌধুরী। সামাজিক-অ্যাকশন ঘরানার সিনেমাটিতে আবিরের বিপরীতে অভিনয় করেছেন দুই নায়িকা আঁচল আঁখি ও মৌমিতা মৌ। খলচরিত্রে অভিনয় করেছেন মুনমুন। এছাড়াও রয়েছেন— শতাব্দী ওয়াদুদ, শাকিল আহমেদ, মারুফ আকিব, খালেদা আক্তার, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, সনি প্রমুখ।