টিকিট সংকট ও ভিসা জটিলতায় নিউজিল্যান্ডে পৌঁছতে পারেননি সাকিব

স্পোর্টস ডেস্ক : ৭ অক্টোবর নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে। বাংলাদেশ মাঠে নামার ২৪ ঘণ্টারও কম সময়ের আগে অধিনায়ক সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দেবেন।

বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, ভিসা জটিলতা ও অ্যাভেইলেভেল টিকিট না পাওয়ায় সাকিব এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেরনি।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলে ৩০ সেপ্টেম্বর নিউ জিল্যান্ড উড়াল দিতে চেয়েছিলেন সাকিব। কিন্তু টিকিট পাচ্ছিলেন না। পরে তাহিতি হয়ে ক্রাইস্টচার্চে পৌঁছানোর জন্য একটি টিকিট কাটেন। কিন্তু তাহিতির ভিসা জটিলতায় তাকে বোর্ডিং করতে দেয়া হয়নি। তিনি ফিরে যান এয়ারপোর্টে থেকে। একদিন পরে এয়ারলাইন্স থেকেই ভিসা সমস্যার সমাধান করার পর অবশেষে রওনা দিতে পেরেছেন।

ক্রাইস্টচার্চ সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তার পৌঁছানোর কথা। পরনি দুপুর আড়াইটায় নামবেন টস করতে। নিউ জিল্যান্ডের টিকিটের এখন চরম সঙ্কট চলছে। দীর্ঘদিন পর সেখানে ভ্রমণের বাধা তুলে নেওয়া হয়েছে ১ অক্টোবর থেকে।

বাংলাদেশ থেকে দলের সঙ্গে একই ফ্লাইটে গেলে সমস্যা হওয়ার কথা না। কারণ পুরো দলের টিকিট বুকিং দেয়া হয়েছিল দেড় মাসেরও বেশি সময় আগে।

 

পূর্ববর্তী নিবন্ধ‘দিন: দ্য ডে’ নিয়ে মিশরে অনন্ত জলিল-বর্ষা
পরবর্তী নিবন্ধআইসিসির ‘মাসের সেরা’ পুরস্কারে মনোনীত জ্যোতি