স্পোর্টস ডেস্ক : ডেথ ওভারে ভারতের মূল অস্ত্র যশপ্রীত বুমরা। তাকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাচ্ছে না দল। পিঠের গুরুতর ইনজুরি নিয়ে ছিটকে গেছেন তিনি। তার অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি বলে স্বীকার করলেন কোচ রাহুল দ্রাবিড়।
সোমবার বিসিসিআই ঘোষণা দিয়ে বুমরার বিশ্বকাপ থেকে বাদ পড়ার কথা জানায়। তার অনুপস্থিতি ডেথ ওভারে ভারতের সংকট আরও বাড়িয়ে দিয়েছে। দ্রাবিড় বললেন, ‘বুমরার অনুপস্থিতি বড় ক্ষতি, সে সেরা খেলোয়াড়। কিন্তু এমনটা হয়ে থাকে।’
অবশ্য বুমরা না থাকায় অন্য কেউ পারফর্ম করার সুযোগ পাবেন বিশ্বাস দ্রাবিড়ের, ‘এটা অন্য কারও জন্য সামর্থ্য দেখানোর সুযোগ। আমরা তাকে মিস করবো, গ্রুপে তার ব্যক্তিত্বের অভাববোধ করবো।’
দক্ষিণ আফ্রিকার কাছে তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৯ রানে হেরেছে ভারত, তবে সিরিজ ২-১ এ জিতেছে। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই ব্যবধানে সিরিজ জেতে তারা, বিশ্বকাপের আগে যা আত্মবিশ্বাস জোগাচ্ছে। দ্রাবিড় বললেন, ‘দুটো সিরিজে (দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে) সঠিক ফল পেয়ে ভালো লাগছে। এই ফরম্যাটে আপনার ভাগ্য প্রয়োজন, বিশেষ করে ক্লোজ ম্যাচে। যা আমরা এশিয়া কাপে পাইনি, কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে ভাগ্য কিছুটা সহায় ছিল।’