৩ দিন পর হিমালয়ের মরদেহ উদ্ধার, বাকরুদ্ধ নববধূ বন্যা

জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদায় নববধূ নিয়ে মহালয়া দেখতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হিমালয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আউলিয়া ঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

হিমালয় উপজেলার ময়দানদীঘি খালপাড়া গ্রামে বীরেন্দ্র নাথ রায়ের ছেলে। দেড় মাস আগে তিনি বিয়ে করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, স্ত্রী বন্যাকে নিয়ে সামনের দুর্গাপূজায় নানা পরিকল্পনা করেছিলেন হিমালয়। ইচ্ছে ছিল মহালয়া ধর্মসভা দেখে ফেরার পথে পূজার কেনাকাটা করবেন। ওই দিন উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়ার পূর্বপাড়ে বোদেশ্বরী মন্দিরে মহালয়া দেখতে নৌকা উঠেছিলেন তারা। অতিরিক্ত যাত্রী বহনে নৌকাটি মাঝনদীতে ডুবে যায়। উপস্থিত বুদ্ধি খাটিয়ে নিজের কাপড় খুলে প্রাণে বাঁচেন বন্যা। তবে ধরে রাখতে পারেন নি স্বামী হিমালয়কে।

তিন দিন পর মৃত অবস্থায় উদ্ধার করা হলো হিমালয়কে। স্বামীকে হারিয়ে এখন বাকরুদ্ধ হয়ে শয্যাশায়ী বন্যা রানী। বার বার স্বামীকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছিলেন তিনি, ফিরে পেয়েছেন ঠিকই, কিন্তু মৃত। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় হিমালয়ের মা-বাবা।

এর আগে রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের দেওয়া তালিকা অনুসারে এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

মৃতদের মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৫ জন, দেবীগঞ্জের ১৮ জন, আটোয়ারীর দুজন, ঠাকুরগাঁওয়ের তিনজন ও পঞ্চগড় সদরের একজন রয়েছেন। এদের মধ্যে ৩০ জন নারী, ১৮ জন পুরুষ ও বাকি ২১ জন শিশু।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদি
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৮ নভেম্বর