ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬০

নিজস্ব প্রতিবেদক:

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ৪৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৩৮ জনে।

এদিকে একই সময়ে নতুন করে দেশে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৩২০ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪০ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৩১৪ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৪২৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৮২২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ হাজার ৩০ জন।

গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়। এটি এ বছর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

পূর্ববর্তী নিবন্ধপঞ্চগড়ে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮
পরবর্তী নিবন্ধবিশ্ব নারী জাগরণের প্রতীক শেখ হাসিনা: তথ্যমন্ত্রী