আফিফ-সোহানের জুটিতে আমিরাতের বিপক্ষে লড়াকু পুঁজি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক:

ভাগ্যিস আফিফ হোসেন ছিলেন! নাহয় বাংলাদেশের যে কী হতো! এমন একটা স্বস্তির নিঃশ্বাস বাংলাদেশের ক্রিকেট ভক্তরা ফেলতেই পারেন।

আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭৭ রানে ৫ উইকেট খুইয়ে টাইগাররা যে চলে গিয়েছিল খাদের কিনারেই! সেখান থেকে ৫৫ বলে ৭৭ রানের ইনিংস খেললেন তিনি, ২৫ বলে ৩৫ করে তাকে দারুণভাবে সঙ্গ দিলেন অধিনায়ক নুরুল হাসান। তাতেই বাংলাদেশ পেল ১৫৮ রানের লড়াকু এক পুঁজি।

টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল যাচ্ছেতাই। সাবির আলির করা ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ক্যাচ তুলে দেন সাব্বির। ফেরার আগে তিন বল খেলে রানের খাতাই খুলতে পারেননি তিনি।

এরপর লিটন দাস এসে পাল্টা আক্রমণের ইঙ্গিত দিচ্ছিলেন। নিজের খেলা দ্বিতীয় বৈধ বলেই হাঁকিয়েছিলেন চার। এরপরের ওভারে মারলেন আরও দুটো। তাতে বাংলাদেশও দারুণ শুরুর আভাসই পাচ্ছিল বৈকি!

তবে সে সুখ বেশিক্ষণ টিকল না সফরকারীদের। আয়ান আফজাল খানের করা সেই ওভারেই তিনি টাইমিংয়ের গড়বড়ে ক্যাচ তুলে দেন জুনাইদ সিদ্দিকের হাতে। লিটন ফেরেন ৮ বলে ১৩ রান করে। বাংলাদেশ ২৬ রানে খুইয়ে বসে তাদের দ্বিতীয় উইকেট।

পাওয়ারপ্লেতে এরপর ওপেনার মিরাজকেও খুইয়ে বসে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৫৭২
পরবর্তী নিবন্ধঅধস্তন আদালতের ১১২ বিচারকের পদোন্নতি