স্পোর্টস ডেস্ক : আজ রোববার রাতে প্রায় একই সময়ে মাঠে নামবে বাংলাদেশের তিন দল। রাতে প্রথমে দুবাইতে মাঠে নামবে বাংলাদেশ পুরুষ জাতীয় দল, একই সময়ে ভারতের মাটিতে খেলবে বাংলাদেশের লিজেন্ডসরা। এরপর আবুধাবিতে নারী দল খেলবে বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনাল ম্যাচ। সবমিলিয়ে বলায় যায় আজ বাংলাদেশ ক্রিকেটের সুপার সানডে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে মিরাজ-সাব্বিররা খেলতে গিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। সেখানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ রোববার রাত ৮টায় আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। একই সময়ে লিজেন্ডস কাপে দেরাদুনে ভারতের বিপক্ষে লড়বে টাইগার লিজেন্ডসরা।
এরপরই রাত ৯ টায় দুবাইতে বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে লড়বে বাংলাদেশ নারী দল। এর আগে থাইল্যান্ডকে হারিয়ে ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের ম্যাচে জায়গা করে নেয় সালামা-জ্যোতিরা।
বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ টেলিভিশনের পর্দায় দেখতে পারবেন বাংলাদেশের ভক্তরা। প্রথমটি আজ রোববার রাত ৮ টায় শুরু। খেলাটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি।