অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সিতে আদিবাসীর ছোঁয়া

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যে জার্সি পরে অস্ট্রেলিয়া শিরোপা ধরে রাখার মিশনে নামবে, সেটি প্রতিনিধিত্ব করবে আদিবাসীদের। আন্টি ফিওনা ক্লার্ক ও কোর্টনি হেগানের নকশায় প্রথমবার কোনও বৈশ্বিক ইভেন্টে আদিবাসী কিট পরতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল।

সবুজ ও সোনালি জার্সির ওপর এই শিল্পকর্মে ফুটে উঠেছে আদিবাসী ও টোরেস স্ট্রেইট আইল্যান্ডের পতাকা। হ্যাগেন বলেন, এই নকশা আদিবাসী ও টরেস স্ট্রেইট আইল্যান্ডের জনগণের প্রতিনিধিত্ব করে। অস্ট্রেলিয়ার ফার্স্ট নেশনস পতাকার রঙয়ে ফুটিয়ে তোলা হয়েছে তাদের।

ক্লার্কের প্রপিতামহ জেমস কুজেন্স ১৮৬৬ সালে এমসিজিতে ল্যান্ডমার্ক ম্যাচে আদিবাসী একাদশের প্রতিনিধি ছিলেন। এই ডিজাইনার বলেছেন, ‘সামগ্রিক নকশাটি হল একজন ব্যক্তি হিসেবে, একটি দল হিসেবে, সম্প্রদায়ের মধ্যে এবং আপনার চারপাশে যা বিদ্যমান… নদী, জমি, আপনি যা কিছু দেখছেন সেটার সঙ্গে আপনার সংযোগ স্থাপনের প্রক্রিয়া।’

‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। তাদের গ্রুপে আরও আছে আফগানিস্তান, ইংল্যান্ড ও বাছাইয়ের দুটি দল।

 

পূর্ববর্তী নিবন্ধমিউনিখে প্রাপ্য জয় না পেয়ে বিরক্ত জাভি
পরবর্তী নিবন্ধইংল্যান্ড লিজেন্ডসকে ৭৮-এ গুটিয়ে লঙ্কানদের জয়