ভারতীয় সাংবাদিকের প্রশ্নে রেগে আগুন রমিজ রাজা, কেড়ে নিলেন ফোন

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার কাছে হেরে এক দশক পর এশিয়া কাপের শিরোপা জেতার স্বপ্নভঙ্গ হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। রোববার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ষষ্ঠবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা।

এই হারের পর নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। এক ভারতীয় সাংবাদিকের নিরীহ প্রশ্নের জবাবে রীতিমতো রেগে যান তিনি। পাশাপাশি সেই সাংবাদিকের মোবাইল ফোনও কেড়ে নেন রমিজ। যা নেটিজেনদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

মাঠে বসেই ফাইনাল ম্যাচটি দেখেছিলেন পিসিবি চেয়ারম্যান। খেলা শেষে মাঠ ছাড়ার সময় উপস্থিত সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। একপর্যায়ে ভারতের স্পোর্টস ইয়ারির সাংবাদিক রোহিত জুগলান তাকে প্রশ্ন করেন, ‘জনগণ খুব কষ্ট পেয়েছে। তাদের জন্য কোনো বার্তা?’

এই অতি সাধারণ প্রশ্ন শুনেও ক্ষেপে যান রমিজ। উত্তর না দিয়ে বরং পাল্টা প্রশ্ন করেন তিনি, ‘আপনি নিশ্চয়ই ভারতীয়? আপনি তো নিশ্চয়ই খুশি এখন।’ বিপরীতে রোহিত আবার বলেন, ‘না আমি খুশি না। জনগণও কষ্ট পেয়েছে।’ এসময় রমিজের পেছনে থাকা ব্যক্তি বলতে থাকেন, ‘আমরা নাখোশ নই। আমরা অনেক খুশি।’

ঘটনা এখানেই শেষ হতে পারতো। কিন্তু রমিজ ফের বলেন, ‘আপনি জনগণকে সাধারণ অর্থে ব্যবহার করছেন।’ এরপর সেখান থেকে চলে যাওয়ার মুখে সেই সাংবাদিকের ফোন কেড়ে নেন পিসিবি চেয়ারম্যান। তবে পরক্ষণেই হয়তো নিজের ভুল বুঝতে পারেন। তাই প্রায় সঙ্গে সঙ্গেই সেটি ফিরিয়েও দেন।

এই পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আপলোড করেছেন স্পোর্টস ইয়ারির সেই সাংবাদিক রোহিত জুগলান। তিনি লিখেছেন, ‘আমার প্রশ্ন কি ভুল ছিল? পাকিস্তানের দর্শকরা কি কষ্ট পায়নি? বোর্ড প্রেসিডেন্ট হিসেবে খুব ভুল করলেন, আপনি আমার ফোন নিতে পারেন না। এটি ঠিক হয়নি চেয়ারম্যান।’

রোহিত জুগলানের সঙ্গে এই ঘটনার পর সামনে এগিয়ে আরেক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে থাকেন রমিজ। এসময় তার সঙ্গে থাকা এক ব্যক্তিকে প্রথমে গ থেকে হাত নামাতে বলেন। পরে সেই ব্যক্তি ক্যামেরার ফ্রেমের মধ্যে থাকায় রীতিমতো রাগত স্বরেই সরে যেতে বলেন রমিজ।

 

পূর্ববর্তী নিবন্ধমানবতাবিরোধী অপরাধ: নেত্রকোনার খলিলুর রহমানের মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধচতুর্থ শিল্পবিপ্লব নিয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে