টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সরে দাঁড়াবেন দ. আফ্রিকা কোচ বাউচার

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের দায়িত্ব ছাড়বেন মার্ক বাউচার। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এই খবর নিশ্চিত করেছে। সোমবার লন্ডনে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে ৯ উইকেটে হারের পর এক বৈঠকে দক্ষিণ আফ্রিকান টিমকে এই তথ্য জানান সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান।

২০১৯ সালের ডিসেম্বর থেকে প্রোটিয়াদের দায়িত্বে বাউচার। দক্ষিণ আফ্রিকাকে ১১ টেস্ট জেতানো এই কোচের লাল বলের ক্রিকেটে স্মরণীয় অর্জন গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে ঘরের মাঠে ২-১ এ সিরিজ জয়। এছাড়া টানা পাঁচ ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের কাছে নিয়ে গিয়েছিলেন বাউচার। বর্তমানে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের দুই নম্বরে। তার অধীনে এই বছর বড় ট্রফি জয়ের শেষ সুযোগ আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে।

২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল বাউচারের। আগামী বছর অক্টোবর-নভেম্বরে হবে ওয়ানডের এই টুর্নামেন্ট। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ বাতিল করায় শীর্ষ আটে থেকে সরাসরি বিশ্বকাপে ওঠা নিয়ে শঙ্কায় তারা। বিশ্বকাপ সুপার লিগে তাদের অবস্থান ১১ নম্বরে।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেটসি মোসেকি বলেছেন, ‘আমরা খুব বিস্মিত এবং হতবাক। তিনি আমাদের বলেছেন যে তার অন্য কিছুতে আগ্রহ আছে এবং সেই সুযোগ নিতে চান। কিন্তু আমরা খুশি যে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সঙ্গে থাকবেন।’

গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাউচার নতুন দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এমআই কেপ টাউনের প্রধান কোচ হতে চান। দক্ষিণ আফ্রিকার ডিরেক্টর অব ক্রিকেট এনোচ এনকুয়ে শিগগিরই নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করবেন। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ করা হবে। তারপর স্থায়ীভাবে কাউকে দায়িত্ব দেওয়া হবে।

 

পূর্ববর্তী নিবন্ধমা হ‌তে যা‌চ্ছেন চিত্রনায়িকা মা‌হিয়া মা‌হি
পরবর্তী নিবন্ধস্থূলকায় নারীদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা, বিজয়ী তাসনুভা