হবিগঞ্জে দুই ট্রাক সংঘর্ষে চালক-হেলপার নিহত

জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত হয়েছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক রুবেল হোসেন (৩৫) ও তার সহকারী আহাদ আলী (২৭)। রুবেল হোসেন যশোরের শার্শা উপজেলার আবুল কাশেমের ছেলে ও আহাদ আলী একই জেলার ঝিকরগাছা উপজেলার সাবর আলীর ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে মুরগির খাবারবাহী অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বালুবাহী ট্রাকের চালক ও তার সহকারী নিহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভুঁইয়া জানান, মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জসীম উদ্দীন
পরবর্তী নিবন্ধবহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী করবে শেখ হাসিনার ভারত সফর