এবার মুম্বাইতে রেস্টুরেন্ট খুলছেন কোহলি

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের পাশাপাশি আগেই রেস্টুরেন্ট ব্যবসায় নাম লিখিয়েছিলেন কোহলি। ২০১৭ সাল থেকে তিনি আছেন রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে। ভারতের বড় বড় শহরে তার ‘ওয়ান-৮ কমিউন’ এর আউটলেট রয়েছে। এবার মুম্বাইর জুহুতে খুলবেন এই রেস্টুরেন্টের শাখা। তাও আবার কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের বাংলোতে।

জুহুতে রয়েছে কিশোর কুমারের বাংলো। নাম তার গৌরী কুঞ্জ। এই গৌরী কুঞ্জের একটি ফ্লোর কোহলি পাঁচ বছরের জন্য ভাড়া নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোর কুমারের বড় ছেলে অমিত কুমার।

ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, শিগগিরই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে কোহলির এই রেস্টুরেন্ট। যেখানে কাস্টমাররা হয়তো কিশোর কুমারের বিখ্যাত সব গান আর বিরাট কোহলির মারদাঙ্গা ব্যাটিং-এর দৃশ্য দেখতে দেখতে পছন্দের দেশি-বিদেশি খাবার খেতে পারবেন।

ভারতীয় ক্রিকেট তারকাদের মধ্যে কোহলির পাশাপাশি কপিল দেব, জাহির খান ও রবীন্দ্র জাডেজাদের মাল্টি কুইজিন রেস্টুরেন্ট রয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যকে হটিয়ে বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতি দেশ এখন ভারত
পরবর্তী নিবন্ধবিস্ফোরক হামলায় কলম্বিয়ায় ৮ পুলিশ কর্মকর্তা নিহত