হাইকোর্টে ক্ষমা চাইলেন বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক:

সুইস ব্যাংকে অর্থ জমা রাখা বাংলাদেশিদের তথ্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে না দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস। একই সঙ্গে ভবিষ্যতে এমন চিঠিপত্রের বিষয়ে আরও বেশি সচেতন এবং সতর্ক থাকবেন বলে জানান তিনি।

তলবে উপস্থিত হয়ে বুধবার (৩১ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির সময় তিনি এ কথা বলেন।

দুপুর পৌনে ১টার দিকে শুনানি শুরু হয়। এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মানিক উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধফয়সাল হত্যায় ৪ জনের ফাঁসি, দুজনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধ‘ভিন্ন দেশ থেকে জ্বালানি-খাদ্য আমদানিতে বাধা নেই’