বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাসকে হাইকোর্টে তলব

জ্যেষ্ঠ প্রতিবেদক

হাইকোর্টের আদেশের পরও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সুইস ব্যাংকে অর্থপাচার সংক্রান্ত বিষয়ে তথ্য দাখিল না করায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান (বিএফআইইউ) মাসুদ বিশ্বাসকে তলব করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে বুধবার (৩১ আগস্ট) বেলা ১১টায় সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধইনজুরিতে ছিটকে গেলেন মার্শ
পরবর্তী নিবন্ধবিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স মার্কেট বন্ধ ঘোষণা