বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : বাংলা টাইগার্সের সঙ্গে বৃহস্পতিবার আইকন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানের চুক্তি হয়। আবুধাবি টি-টেন লিগের পঞ্চম আসরে এই দলটির নেতৃত্বও দেবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

২০ ওভারের ক্রিকেটে সাকিবের রান ৩৬৭ ম্যাচে ১২১.৫৯ গড়ে ৫৯৭৪। ৬.৭৮ ইকোনমি রেটে উইকেট নেন ৪১৮টি।

এছাড়া টাইগার্স সাবেক ভারতীয় ফাস্ট বোলার এস শ্রীশান্তকে তাদের দলের মেন্টর করেছে। এই বছর মার্চে ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়র পর প্রথমবার কোচিংয়ে যুক্ত হলেন তিনি। সাবেক বাংলাদেশি অলরাউন্ডার আফতাব আহমেদ দলটির প্রধান কোচ এবং নাজমুল আবেদীন ফাহিম সহকারী কোচ।

নভেম্বরে হতে যাওয়া ১০ ওভারের এই প্রতিযোগিতায় সাকিবের সঙ্গে একই দলে খেলবেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান এভিন লুইস, নিউ জিল্যান্ডের কলিন মুনরো, পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির ও শ্রীলঙ্কা পেসার মাথিশা পাথিরানা।

গতবার ফাফ ডু প্লেসির নেতৃত্বে টাইগার্স তৃতীয় হয়েছিল, গ্রুপের ১০ ম্যাচের ছয়টি জেতে তারা। আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর হবে ছয় দলের এই প্রতিযোগিতা।

পূর্ববর্তী নিবন্ধ‘মেসিকে আঘাত করলে তোমাকে মেরেই ফেলবো’
পরবর্তী নিবন্ধইভিএম ব্যবহারের সিদ্ধান্ত জনগণ মানবে না: মোশাররফ