নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ সাশ্রয়ে সময় কমিয়ে নতুন নিয়মে অফিস শুরু হলেও সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
বুধবার (২৪ আগস্ট) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এদিন সকাল ৮টার আগেই সচিবালয়ে আসেন মন্ত্রী।
অফিসের সময়সূচিতে পরিবর্তন এসেছে, সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, সেবা দেওয়ায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। আমি খবর নিয়েছি, সব কর্মকর্তা সঠিক সময়ে অফিসে এসেছেন। যে সমস্ত সেবা দেওয়া প্রয়োজন তা এই নতুন সময়সূচিতেই দেওয়া সম্ভব।
নতুন সমময়সূচি কতদিন থাকবে সেটি নিয়ে ‘টাইমফ্রেম ঠিক হয়নি’ বলেও জানান মন্ত্রী।
বেসরকারি অফিসের বিষয়ে সরকার কিছু ভাবছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, বেসরকারি অফিসের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা না হলেও আমার মনে হয় সরকারি অফিস যদি আগে বন্ধ হয়, ব্যাংক আগে বন্ধ হয় স্বাভাবিকভাবে তারাও কর্মঘণ্টা কমাতে পারে।
বিষয়টি নিয়ে পরবর্তীতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত হতে পারে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, যত বেশি বিদ্যুৎ, জ্বালানি সাশ্রয় করতে পারি তাহলে উৎপাদনে মূল্য কম পড়বে।