সাবেক অতিরিক্ত আইজিপির বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণ চুরি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ইস্কাটন এলাকায় সাবেক অতিরিক্ত আইজিপি মোজাম্মেল আহমেদের ফাঁকা বাসায় গ্রিল কেটে চুরি হয়েছে। ওই বাসা থেকে প্রায় ৪০ লাখ ৬৫ হাজার টাকার (৪৫ ভরি) স্বর্ণের গহনা চুরি হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

সোমবার (২২ আগস্ট) রাতে এ চুরির ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) বায়েজিদুর রহমান বলেন, ইস্কাটনের ওই বাসাটি রাতে খালি ছিল। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, চুরি করতে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এ ঘটনাটি ঘটানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে গ্রিল কাটার সরঞ্জাম জব্দ করা হয়েছে। সিআইডির একটি দল ওই বাসা থেকে চুরির আলামত জব্দ করার কাজ করছে।

এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও পুলিশের এ কর্মকর্তা জানান।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় শোক দিবস উপলক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
পরবর্তী নিবন্ধনির্বাচন হলে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়: ওবায়দুল কাদের