হাসপাতাল নির্মাণের ঘোষণা দিলেন চিরঞ্জীবী

বিনোদন ডেস্ক : হাসপাতাল নির্মাণের ঘোষণা দিলেন ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী। হায়দরাবাদের চিত্রপুরীতে সিনেমাকর্মীদের জন্য হাসপাতালটি নির্মাণ করবেন তিনি। রোববার (২১ আগস্ট) এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন চিরঞ্জীবী।

চিরঞ্জীবী বলেন, ‘চিত্রপুরী কলোনিতে একটি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা করেছি। বেশ কিছু দিন ধরে এই ভাবনা নিজের ভেতরে লালন করছি। অন্তত ১০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ করতে চাই। যাতে করে সিনেমাকর্মীদের বাইরের কোনো বড় হাসপাতালে না যেতে হয়।’

সোমবার (২২ আগস্ট) ৬৭তম জন্মদিন উদযাপন করছেন চিরঞ্জীবী। দিনভর ভক্ত, শুভাকাঙ্ক্ষিদের শুভেচ্ছা বার্তায় সিক্ত হয়েছেন এই মেগাস্টার। আগামী জন্মদিনে হাসপাতালটি উদ্বোধন করার প্রতিশ্রুতি দিয়ে চিরঞ্জীবী বলেন, ‘আমার এই জন্মদিনে কথা দিচ্ছি, আগামী জন্মদিনে হাসপাতালটি যাত্রা শুরু করবে।’

চিরঞ্জীবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আচার্য’। কোরাতলা শিবা পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেন রাম চরণ, পূজা হেগড়ে প্রমুখ। এছাড়া মেহের রমেশ পরিচালিত ‘ভোলা শংকর’, জয়রাম মোহনরাজা পরিচালিত ‘গডফাদার’ এবং ববি পরিচালিত ‘মেগা ১৫৪’ সিনেমায় এই অভিনেতাকে দেখা যাবে।

 

পূর্ববর্তী নিবন্ধবিয়ের আগেই রণবীরের সঙ্গে থাকার কারণ জানালেন আলিয়া
পরবর্তী নিবন্ধ‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী সোনালী মারা গেছেন