কষ্টের জয়ে লা লিগা শুরু রিয়ালের

স্পোর্টস ডেস্ক : লা লিগা মৌসুমের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতলেও মন জুড়াতে পারেনি। পাওয়ার হর্স স্টেডিয়ামে রোববার রাতে তারা নবাগত আলমেরিয়ার বিপক্ষে ২-১ গোলের কষ্টের জয় পেয়েছে।

আলমেরিয়ার লার্গি রামাজানি ষষ্ঠ মিনিটে গোল করে রিয়ালকে চমকে দেন। লুকাস ভাসকেস এক ঘণ্টা পর মাদ্রিদ ক্লাবকে সমতায় ফেরান। ডেভিড আলবা করেন জয়সূচক গোল।

মাদ্রিদের রক্ষণভাগের ওপর দিয়ে উড়ে আসা বল পায়ে পান রামাজানি। বলে একবার পা লাগিয়ে নিয়ন্ত্রণে নেন। তারপর বক্সে ঢুকেই ডানপায়ের নিচু ড্রাইভে থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন।

চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা সুপার কাপ জয়ী দলের প্রথম একাদশে পাঁচটি পরিবর্তন আনেন কার্লো আনচেলত্তি। যার মাশুল দিতে হয়েছে প্রথমার্ধে ঘাম ঝরিয়ে। ভাসকেসের একটি গোল তো অফসাইডে বাতিল হয়ে যায়। তাতে ৬১ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে ছিল আলমেরিয়া।

অবশেষে মাদ্রিদ ম্যাচে প্রাণ ফিরে পায় এক ঘণ্টা পর। ভিনিসিউস জুনিয়র আক্রমণ চালান, তাকে গোলকিপার ঠেকাতে পারলেও বল রাখতে পারেননি। গোলপোস্টের খুব কাছ থেকে সমতা ফেরান ভাসকেস।

বদলি নেমেই ম্যাচে ছাপ রাখেন আলাবা। লুকা মডরিচ পেনাল্টি এলাকার বাইরে ফাউল হলে ফ্রি কিক পায় রিয়াল। অস্ট্রিয়ার তারকা ফুটবলার আলমেরিয়ার দেয়ালের উপর দিয়ে কাছের পোস্ট ঘেষে লক্ষ্যভেদ করেন।

 

পূর্ববর্তী নিবন্ধবাবার ভিটায় ওমর সানী
পরবর্তী নিবন্ধভারতীয় উপমহাদেশে বঙ্গবন্ধুই প্রথম মাঠের মাটির সন্তান : পরিকল্পনামন্ত্রী