সাকিবের সঙ্গে আলোচনায় পাপন

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে ভোররাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। রাত সাড়ে তিনটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গণমাধ্যমের চোখ এড়িয়ে গাড়িয়ে উঠে পড়েন বিশ্বসেরা অলরাউন্ডার।

সকালে বিশ্রাম নিয়ে বেলা সোয়া তিনটার দিকে নাজমুল হাসান পাপনের গুলশানস্থ বাসভবনে গেছেন সাকিব। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে পাপনের বাসায় ঢুকেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক। সেখানেই বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসেছেন তিনি।

বৈঠকে বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত আছেন। এই বৈঠকে আলোচনা হওয়ার কথা টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ইস্যু নিয়ে। বোর্ডের সূত্রে খবর, এশিয়া কাপকে সামনে রেখে সাকিবকেই ফের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হচ্ছে।

গত কয়েকদিন বেটউইনার নিউজের সঙ্গে সাকিবের চুক্তি নিয়ে জল ঘোলা হয়েছে বেশ। সাকিব যদিও বিসিবির চাপে চুক্তি থেকে সরে এসেছেন, তবু কেন এই চুক্তি করেছিলেন, সেই বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ কারণ দর্শাতে হবে সাকিবকে।

পূর্ববর্তী নিবন্ধসহ-অভিনেত্রীর মৃত্যুতে প্রিয়াঙ্কার শোক
পরবর্তী নিবন্ধনারী চিকিৎসককে হত্যা: প্রেমিক রেজার দায় স্বীকার