ফুটবল থেকে সরে যাচ্ছে সাইফ স্পোর্টিং ক্লাব

স্পোর্টস ডেস্ক:

বেশ নামডাকের সঙ্গেই বাংলাদেশের পেশাদার ফুটবল অঙ্গনে পা রেখেছিল সাইফ স্পোর্টিং ক্লাব। দেশ-বিদেশের নামি-দামি ফুটবলার এবং কোচদের দিয়ে দল সাজিয়ে চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও বেশ অগ্রভাগে ছিল গত কয়েকটি বছর।

কিন্তু হঠাৎ করেই আজ সাইফ স্পোর্টিং ক্লাব ঘোষণা দিয়েছে, তারা আর ফুটবল ক্লাব পরিচালনা করবে না। সব ধরনের ফুটবল থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার কথাই জানান সাইফ স্পোর্টিং ক্লাবের কর্ণধার তরফদার মোহাম্মদ রুহুল আমিন।

নিজেদের ফুটবল অঙ্গন থেকে গুটিয়ে নেওয়ার কথা জানিয়ে তরফদার রুহুল আমিন বলেন, ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে আমাদের পক্ষে ফুটবল কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। এ কারণে সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নিচ্ছি আমরা।’
সাইফ স্পোর্টিং ক্লাবের আকস্মিক এই সিদ্ধান্তের ব্যাপারে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, ‘সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে আমি সেভাবে সম্পৃক্ত না। সাইফ পাওয়ারের বোর্ড অফ ডিরেক্টরদের সভায় ফুটবলে না থাকার সিদ্ধান্তটা হয়েছে।’

ফুটবল থেকে সরে যাওয়ার পেছনে কারণ হিসেবে সাইফের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘যে পরিমাণ ব্যয় এর বিপরীতে রিটার্ন সেভাবে আসছে না। জাতীয় ফুটবলে সেভাবে প্রভাব পড়ছে না। এর পাশাপাশি গ্রুপের ব্যবসা বাণিজ্যিক কাজে ব্যস্ততাও অনেক। দল পরিচালনায় অনেক সময় প্রয়োজন। সময় দেয়াও কঠিন হয়ে যাচ্ছে গ্রুপের পক্ষ থেকে।’

সাইফ স্পোর্টিং ক্লাব ঘরোয়া ফুটবলে প্রথম কর্পোরেট দল হিসেবে আবির্ভূত হয়েছিল। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এখানে অধিনায়কত্ব করেছেন কয়েক বছর। পাশাপাশি জাতীয় দলে তাদের একাধিক ফুটবলার রয়েছে।

ক্লাবটি ক্লাব মাস দু’য়েক আগে যুব দলের ট্রেনিং করিয়েছিল। সেই সকল কার্যক্রমও বন্ধ হয়ে যাবে, ‘গ্রুপের সিদ্ধান্ত ফুটবল সংক্রান্ত সকল কার্যক্রম থেকে সাময়িক বিরতিতে থাকা। ভবিষ্যতে সুবিধাজনক পরিস্থিতিতে হয়তো আবার ফুটবলে আসা হতে পারে।’

সাইফ স্পোর্টিং গত কয়েক বছরে ক্রীড়াঙ্গনে বেশ সুনাম অর্জন করেছিল। ফুটবলের পাশাপাশি দাবা দলও রয়েছে। সাইফ পাওয়ারটেক ক্রীড়াঙ্গনে অনেক পৃষ্ঠপোষকতাও করে থাকে। সেগুলো অব্যাহত থাকার কথা জানান তিনি, ‘দাবা দল থাকবে। এছাড়া অন্যান্য সবই চলবে। শুধু ফুটবলের কার্যক্রমটা স্থগিত।’

পূর্ববর্তী নিবন্ধব্যয় হ্রাসে নানা উদ্যোগ নিয়েছে জনতা ব্যাংক
পরবর্তী নিবন্ধকরোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৭৫