মুকসুদপুর থানায় অভিযোগ দায়েরের ৪৫ মিনিটেই হারানো মোবাইল উদ্ধার

মেহের মামুন, সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ,

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অভিযোগ দায়েরের মাত্র ৪৫ মিনিটেই হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে বুঝিয়ে দিয়েছে মুকসুদপুর থানা পুলিশ। রবিবার ( ৩১ জুলাই ) বিকালে মোবাইল ফোনটি উপজেলার মহারাজপুর থেকে উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, কাশিয়ানী উপজেলার ছোটরাকান্দি গ্রামের বাদশা শেখের ছেলে আল আমিন তার ব্যবহুত মোবাইল ফোনটি হারিয়েছে মূলে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেন। কাশিয়ানী থানার জিডি নং-১৬১৬। এর প্রেক্ষিতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানের তত্তাবধানে প্রযুক্তির মাধ্যমে মোবাইলটির ব্যবহারকারীর অবস্থান মুকসুদপুর থানা এলাকায় হওয়ায় মুকসুদপুর থানা পুলিশকে অবগত করেন। উক্ত সংবাদ প্রাপ্তির ৪৫ মিনিটের মধ্যে মুকসুদপুর থানার মহারাজপুর এলাকা হতে মোবাইল ফোনটি উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে ।

পূর্ববর্তী নিবন্ধশপথ নিলেন নতুন নিয়োগ পাওয়া ১১ অতিরিক্ত বিচারপতি
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর সমাধিতে রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা