বিশ্বকাপে ভালো করিনি মানে এই নয় যে আমরা খারাপ খেলেছি: রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক : আসছে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই প্রতিযোগিতার জন্য ভারতের সেরা প্রস্তুতি হতে পারে শুক্রবার (২৯ জুলাই) থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। গত বছর বিশ্বকাপের আগে ভারত রক্ষণাত্মক ক্রিকেট খেলেছিল বলে দাবি কারও কারও, এই প্রসঙ্গে অধিনায়ক রোহিত শর্মা মুখ খুললেন ম্যাচের আগের সংবাদ সম্মেলনে।

গত বিশ্বকাপে হট ফেভারিট হয়ে অংশ নিয়েছিল ভারত। কিন্তু শুরুটা হয় ধাক্কা খেয়ে, পাকিস্তানের কাছে ১০ উইকেটের হার। পরে নিউ জিল্যান্ডের কাছে পরাজিত হয়ে সেমিফাইনালে যাওয়ার সুযোগ হারায় বিরাট কোহলির ভারত। অথচ এই টুর্নামেন্টের আগে দারুণ সব জয়ে চমৎকার প্রস্তুতি নিয়েছিল তারা।

এটা নিয়ে নতুন অধিনায়ক রোহিতকে ব্যাখ্যা দিতে হলো। ভারতীয় ক্যাপ্টেন বললেন, ‘বিশ্বকাপে আমরা প্রত্যাশিত ফল পাইনি, তার মানে এটা নয় যে আমরা খারাপ ক্রিকেট খেলছিলাম। এবং আমরা রক্ষণাত্মক ক্রিকেট খেলেছিলাম, এমন দাবিও মানি না। বিশ্বকাপে এক-দুটো ম্যাচ হেরে যাওয়া মানে আমরা সুযোগ গ্রহণ করতে পারিনি। বিশ্বকাপের আগের ম্যাচগুলোর দিকে তাকান, দেখবেন আমরা ৮০ শতাংশ খেলা জিতেছি। আমি বুঝতে পারি না যে রক্ষণাত্মক খেললে কীভাবে এতগুলো ম্যাচ জেতা সম্ভব।’

দল এখন কিছুটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে বললেন রোহিত। আপাতত সমালোচকদের মুখ বন্ধ করতে অনুরোধ তার, ‘আমরা বিশ্বকাপে হেরে গেলাম। এটা হতে পারে। টুর্নামেন্টের পর আমরা কিছু জায়গায় পরিবর্তন এনেছি, আমরা খেলোয়াড়দের তাদের মতো করে খেলার স্বাধীনতা দিয়েছি। যদি স্বাধীনভাবে খেলেন, তাহলে সেরা পারফরম্যান্স দেখা যাবে। বাইরের লোকজনের শান্তি বজায় রাখা উচিত। যেভাবে আমরা খেলছি, তাতে ব্যর্থতা আসতে পারে, কিছু ফল আমাদের পক্ষে নাও যেতে পারে। কিন্তু আমরা কিছু চেষ্টা করছি। ভুল হতেই পারে, তার মানে এই নয় যে খেলোয়াড়রা খারাপ। সময়ের সঙ্গে প্রত্যেককে পাল্টাতে হবে, আমরাও পাল্টাচ্ছি। তাই বাইরে যারা আছেন, তাদেরও বদলাতে হবে।’

পূর্ববর্তী নিবন্ধলন্ডন থেকে শাহরুখ-তাপসীর লুক ফাঁস
পরবর্তী নিবন্ধঅর্থের জন্য সব করতে রাজি অক্ষয় কুমার