মুকসুদপুরে স্বতন্ত্র প্রার্থী বাদত মাতুব্বর জয়ী

মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে বাটিকামারী ইউনিয়ন উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইবাদত হোসেন বাদত মাতুব্বর আনারস প্রতিক ৯২ ভোটের ব্যাবধানে পরাজিত করে চেয়ারম্যান নিবাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নৌকা প্রতিক সহা নাজিমউদ্দিনকে।২৭ জুলাই বুধবার সকাল ৮ টায় ভোট গ্রননা শুরু হয় বিকাল ৪টা পর্যন্ত বিরোতীহীন ভাবে চলে। ্ঐ ইউনিয়নে ভোটার সংখ্যা ১৫ হাজার ৯শ৩২। মুকসুদপুর থানার আইনশৃঙ্খলা বাহিনি চখে পড়পার মতন উপস্থিত ছিলেন।উল্লেখ্য বাটিকামারী ইউপি পরিষদ চেয়ারম্যান শাহা আকরাম জাফর ফকির ২৬শে মার্চ সড়ক দুঘটনা মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূণ্য হয়। মুকসুদপুর উপজেলা বাটিকামারী ইউনিয়নে ২০১৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ইবাদত মাতুব্বর চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলো প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী ছিলেন শাহা আকরাম হোসেন জাফর ফকির।বাদত মাতুব্বর ৫হাজার ৩শত ৬৩ভোট পেয়েছেন।সহা নাজিমউদ্দিন ৫হাজার ২শত৭১ভোট পেয়েছেন। এছাড়া ২জন স্বতন্ত্র প্রার্থীরা মিরাজ হুসাইন মুন্সী মটরসাইকেল প্রতিক ৮শ ১২, মোঃ উজ্জল শেখ ঘোড়া প্রতিক ৭৫পেয়েছেন।

 

পূর্ববর্তী নিবন্ধগাড়ি কিনতে পারবে না ব্যাংক
পরবর্তী নিবন্ধঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় পুলিশের গুলিতে শিশু নিহত, ওসি অবরুদ্ধ