আন্তর্জাতিক ক্যালেন্ডার থেকে ওয়ানডে বাদ দেওয়া উচিত: আকরাম

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার থেকে ওয়ানডে বাদ দেওয়া উচিত মনে করেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম। টি-টোয়েন্টির পর একদিনের ক্রিকেট এখন অনেকটাই আকর্ষণ হারিয়েছে বললেন তিনি। ওয়ানডে ম্যাচ দেখতে এখন আর স্টেডিয়াম ভর্তি দর্শকও পাওয়া যায় না মত তার।

এক সাক্ষাৎকারে আকরাম বললেন, ‘আমি মনে করি, ওয়ানডে বাদ দেওয়া উচিত। ইংল্যান্ডে স্টেডিয়াম ভর্তি দর্শক থাকে। কিন্তু ভারত, বিশেষ করে পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ক্রিকেট দেখতে স্টেডিয়ামগুলো দর্শকপূর্ণ থাকে না। তারা এটা শুধু করার জন্যই করছে।’

টি-টোয়েন্টির কারণে ওয়ানডের আগের আকর্ষণ নেই বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক, ‘টি-টোয়েন্টি অনেকটাই সহজ। চার ঘণ্টাতে খেলা শেষ। বিশ্বের বিভিন্ন লিগে অনেক টাকাপয়সা, আমি মনে করি এটা আধুনিক ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। টি-টোয়েন্টি কিংবা টেস্ট ক্রিকেট। ওয়ানডে ক্রিকেট মৃতপ্রায়। ওয়ানডে ক্রিকেট খেলা এখন একজন খেলোয়াড়ের জন্য ক্লান্তিকর। টি-টোয়েন্টি শুরুর পর থেকে মনে হয়, ওয়ানডে সারাদিন ধরে খেলা হচ্ছে। এজন্য ছোট ফরম্যাট টি-টোয়েন্টিকে বেছে নিতে মনোযোগী খেলোয়াড়রা।’

এত ব্যস্ত সূচির ধকল সইতে না পেরে ওয়ানডেকে বিদায় বলেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। তার অবসর নিয়ে আকরাম বলেছেন, ‘ওয়ানডে ক্রিকেট থেকে তার অবসর নেওয়া দুঃখজনক। কিন্তু আমি তার সঙ্গে একমত। এমনকি ধারাভাষ্যকার হিসেবে ওয়ানডে ক্রিকেট নিয়ে এখন টানাটানি, বিশেষ করে টি-টোয়েন্টি আসার পর।’

পূর্ববর্তী নিবন্ধআট কার্যদিবস ধরে শেয়ারবাজারে সূচক নিম্নমুখী
পরবর্তী নিবন্ধগলে দ্বিতীয় টেস্টের আগে ছিটকে গেলেন লঙ্কান স্পিনার