স্পোর্টস ডেস্ক : বরাবরই বাংলাদেশের প্রিয় ফরম্যাট ওয়ানডে। বাকি দুই ফরম্যাটে ভরাডুবি হলেও ওয়ানডেতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ দল। তাইতো এই ওয়ানডেকে ঘিরেই স্বপ্ন দেখছেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাই এই ফরম্যাটের বিশ্বকাপ জয়ের স্বপ্ন তাঁর চোখে। একই সঙ্গে এশিয়া কাপ জিততেও চান এই স্পিনার।
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরে তেমনটাই বললেন মিরাজ। তাঁর কথায়, ‘২০২৩ বিশ্বকাপ তো বেশি দূরে নেই। হয়তো ১৫ মাস বাকি আছে। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমি মনে করি এই প্রক্রিয়ায় এগোলে সামনের বিশ্বকাপ আমাদের জন্য আরও বেশি ভালো হবে। কারণ, অনেক অভিজ্ঞ খেলোয়াড়ও থাকবে। মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে আমরা ভালো খেলতে পারব।’
এরপর নিজেদের স্বপ্নের কথা জানিয়ে মিরাজ বলেন, ‘বিশ্বকাপে ভালো কিছু করলে, আমাদের নিজেদের জন্য ভালো হবে, দেশের জন্যও ভালো হবে। আমাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড় থাকবে। তামিম ভাই, সাকিব ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই আছেন, তারা তো অনেক অভিজ্ঞ। অবশ্যই উনারা থাকতেই বড় একটা অর্জন করার চেষ্টা করব। কিন্তু এটা তো আপনি বলতে পারেন না যে বিশ্বকাপ চ্যাম্পিয়নই হব। আমরা চেষ্টা করতে পারি, হয়তো ভালো ক্রিকেট খেলতে পারি। কীভাবে বিশ্বকাপ জেতা যায়, সেই পথটা আমরা বের করতে পারি। এটা ভাগ্যের উপর। আমরা তো স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতব, বিশ্বকাপ জিতব।’