স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ওপেনার লেন্ডল সিমন্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তার স্পোর্টস এজেন্সি ১২৪নটআউট ইনস্টাগ্রাম পোস্টে সোমবার এই খবর জানায়। সেখানে সিমন্স আরও বলেছেন, গত শুক্রবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে নিজের সিদ্ধান্তের কথা জানান সিমন্স। মূলত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দিতে এই বিদায়।
একই দিনে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক দিনেশ রামদিন আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন।
সিমন্সের আন্তর্জাতিক ক্যারিয়ার ১৬ বছরের। আট টেস্ট, ৬৮ ওয়ানডে ও ৬৮ টি-টোয়েন্টি খেলে সব মিলিয়ে ৩৭৬৩ রান করেন।
তার এজেন্সি ১২৪নটআউট ইনস্টাগ্রাম পোস্টে লিখেছে, ‘আপনার এজেন্সি হিসেবে আমরা আপনাকে স্যালুট জানাই কিং। আপনি নিঃসন্দেহে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে উপেক্ষিত আন্তর্জাতিক ক্রিকেটার। এ কারণে আমরা আপনার অবসরের ঘোষণাকে পদত্যাগ হিসেবে গ্রহণ করলাম।’
২০০৬ সালে ওয়ানডে অভিষেক হয় সিমন্সের। ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে মাত্র দুই বল খেলে ডাক মারেন। একদিনের ক্রিকেটে তার রান ১৯৫৮, ৩১.৫৮ গড়ের ক্যারিয়ারে রয়েছে দুটি সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে ১২২ রান তার সর্বোচ্চ।
টেস্টে সিমন্সের তেমন ভালো অর্জন নেই। মাত্র আট ম্যাচ খেলেন, একটি ফিফটিও নেই। সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টি দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে অবদান রাখেন। সেমিফাইনালে স্বাগতিক ভারতকে হারাতে ৫১ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। টি-টোয়েন্টিতে ১২০.৮০ স্ট্রাইক রেটে তার ৯ হাফ সেঞ্চুরিতে রান ১৫২৭। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেন গত বছরের বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ৩৫ বলে ১৬ রান করেন।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চমৎকার ক্যারিয়ার সিমন্সের। মুম্বাই ইন্ডিয়ান্স, ত্রিনবাগো নাইট রাইডার্স, করাচি কিংস ও সিলেট সানরাইজার্সের হয়ে খেলেছেন। ৯১ ইনিংসে ২০ হাফ সেঞ্চুরিতে ২৬২৯ রান করে সিপিএলের ইতিহাসে শীর্ষ ব্যাটসম্যান তিনি। ২০১৫ ও ২০১৭ সালে মুম্বাইকে দুবার আইপিএল ট্রফি জেতাতে অবদান রেখেছিলেন। ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে ২৯ ইনিংস খেলে ওই সময়ে ১০৭৯ রান করেন তিনি।